| এবার ১৫ আগস্টে ধানমন্ডি ৩২ নম্বরে মিষ্টি বিতরণ |
১৫ আগস্টে ধানমন্ডি ৩২-এ মিষ্টি বিতরণ, মেজর ডালিমের ভাষণ প্রচার ও কড়া নিরাপত্তা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্টে এ বছর ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় নানা ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে একদল তরুণ সেখানে মিষ্টি বিতরণ করেন। তারা জানান, “জাতীয় নাজাত দিবস উপলক্ষে” এই মিষ্টি বিতরণ করা হচ্ছে।
এক তরুণ বলেন, “১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতি প্রথমবার মুক্তি পেয়েছে। আর ২০২৪ সালে শেখ হাসিনাকে বিদায় করার মাধ্যমে দ্বিতীয়বার মুক্তি পেয়েছে।”
এদিন ধানমন্ডির ৩২ নম্বরের সামনে মেজর (অব.) শরীফুল হক ডালিমের ঐতিহাসিক ভাষণও প্রচার করা হয়। ওই ভাষণে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনা অভ্যুত্থান, শেখ মুজিব সরকারের পতন এবং সামরিক আইন জারির ঘোষণা শোনা যায়।
এর আগে বৃহস্পতিবার রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বাড়ির সামনের সড়কে পুলিশ ব্যারিকেড বসায়, যান চলাচল বন্ধ থাকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যায়। সকাল থেকে এলাকাজুড়ে উৎসুক মানুষের ভিড় ছিল।
শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে আসা এক নারীকে পুলিশ ফেরত পাঠায়। পুলিশের সঙ্গে ওই নারীর বাকবিতণ্ডা হয়। তিনি নিজেকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দেন।
No comments:
Post a Comment