শাপলা গণহত্যায় কমিশন ও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Friday, August 22, 2025

শাপলা গণহত্যায় কমিশন ও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি

শাপলা গণহত্যায় কমিশন ও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি

শাপলা চত্বরের সেই কালরাতের বিচার দাবি মঞ্চ ২৪-এর

বাংলাদেশের ইতিহাসে শাপলা চত্বরের সেই ভয়াল রাত এখনো জাতির বিবেককে তাড়া করে বেড়ায়। সেদিন যেসব নিরীহ মানুষ গুলির বৃষ্টিতে ঝরে গিয়েছিলেন, তাদের অধিকাংশই ছিলেন মাদ্রাসা শিক্ষার্থী ও তরুণ। স্বপ্নভরা চোখে যারা ভবিষ্যৎ দেখতে চেয়েছিলেন, যারা বাবা-মা, মা-বোনের আশ্রয় ছিলেন—তাদের রক্তের ন্যায্য হিসাব আজও জাতি পায়নি।

শুক্রবার (২৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সামাজিক সংগঠন মঞ্চ ২৪ এ দাবি জানায়।

সংগঠনটির বিবৃতিতে বলা হয়, সেদিন অসংখ্য শিশু তাদের বাবাকে হারিয়েছে, বহু মা সন্তান হারিয়ে এখনো বুক চাপড়ে কাঁদছেন, অসংখ্য নারী হয়েছেন স্বামীহারা। সেই শিশুদের আজও কেউ প্রশ্ন করে না—“তোমার বাবা কোথায়?” শহীদ পরিবারগুলো আজও জানতে পারেনি—“আমার প্রিয়জনের নাম কি সত্যিই শহীদ তালিকায় আছে?”

তাদের দাবি তিনটি স্পষ্ট বিষয়ে:

১. শাপলা চত্বর গণহত্যার জন্য অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার কমিশন গঠন করতে হবে।
২. শহীদদের পূর্ণাঙ্গ ও সঠিক তালিকা প্রকাশ করতে হবে।
৩. নিহত পরিবারগুলোর জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি, ক্ষতিপূরণ ও সন্তানের শিক্ষা-নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মঞ্চ ২৪ বলেছে—“এখন সময় এসেছে রাষ্ট্রকে তার দায়িত্ব পালনের। আর কোনো পরিবারকে প্রশ্ন নিয়ে বাঁচতে দেওয়া যাবে না—‘আমার স্বজন কোথায়, তার রক্তের বিচার কবে হবে?’”

সংগঠনটি আরও জানায়, শাপলা চত্বরের শহীদদের আত্মত্যাগকে জাতীয় ইতিহাসে স্থায়ীভাবে লিপিবদ্ধ করলেই হবে সত্যিকারের শ্রদ্ধা প্রদর্শন। ন্যায়বিচার ছাড়া জাতির কাঁধ থেকে রক্তের ঋণ কখনো মুছে যাবে না।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×