রাসিকের সাবেক মেয়রের চাচার বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Friday, August 15, 2025

রাসিকের সাবেক মেয়রের চাচার বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী

রাসিকের সাবেক মেয়রের চাচার বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী
 রাজশাহীতে সাবেক মেয়রের পৈত্রিক বাড়ি ঘিরে রাখলো সেনাবাহিনী, অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটনের চাচা মাহফুজুর রহমান লোটনের বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী। বাড়িতে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম থাকার তথ্যের ভিত্তিতে শনিবার সকালে অভিযান শুরু করা হয়।

এর আগে মহানগরীর অন্য একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। পরে সাবেক মেয়র লিটনের পৈত্রিক বাড়ির পাশে ‘ডক্টরস ইংলিশ’ নামের একটি প্রতিষ্ঠান ঘিরে রাখে ৪০ ইস্ট বেঙ্গলের একটি দল।

সেনাবাহিনীর সূত্র জানায়, শনিবার সকাল থেকে ডক্টরস ইংলিশ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়:

  • দুটি বিদেশি এয়ার গান
  • একটি রিভলভার
  • সঠিক কর্টিজ
  • ইয়ারগান শিশা তিন বক্স
  • একটি ম্যাগনেট
  • দেশীয় অস্ত্র ৬টি
  • জিপিএস একটি
  • ওয়াকি-টকি ৪টি
  • ট্রাজারগান একটি
  • সিমকার্ড ১০টি
  • বাইনোকুলার একটি
  • বিস্ফোরক তৈরির সরঞ্জাম
  • পাসপোর্ট ও এনআইডি
  • মনিটর, কম্পিউটার ৩টি, স্ক্যানার ৩টি
  • ৩৫টি মদের বোতল

তবে এখন পর্যন্ত ৪০ ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, সেনাবাহিনীর এই অভিযান সম্পর্কে পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নেই। তবে, তারা যদি পুলিশকে হস্তান্তর করে, তবে বিস্তারিত জানানো হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×