৯০ শতাংশের বেশি মানুষ পিআর পদ্ধতির পক্ষে |
৯০ শতাংশের বেশি মানুষ পিআরের পক্ষে: সেলিম উদ্দিন
ঢাকা: দেশের ৯০ শতাংশের বেশি মানুষ আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতির পক্ষে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বুধবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনি স্বীকৃতির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, “ড. ইউনূস সরকারকে বলছি—গণভোট দিন, দেখবেন ৯০ শতাংশের ওপরে মানুষ পিআরের পক্ষে। সুতরাং জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো তামাশার নির্বাচন বাংলার মানুষ দেখতে চায় না।”
তিনি বলেন, “নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। যারা হুমকি দিয়ে বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে কেউ নিরাপদে বাড়ি ফিরতে পারবে না, তাদের নির্বাচন অযোগ্য ঘোষণা করে শাস্তি দিতে হবে।”
নির্বাচন কমিশনের সমালোচনা করে সেলিম উদ্দিন বলেন, “আরপিও সংশোধন করতে হবে। এখন থেকেই খুঁজে বের করতে হবে কারা বাড়াবাড়ি করছে, কারা ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের লোক বিএনপিতে ঢুকে যদি অতীত রাজনীতি করতে চায়, তবে হাসিনার মতো তারাও অতীত হয়ে যাবে।”
জামায়াতের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “গত ১২ মাসে মানবিক সেবা ও দেশ গঠনে কাজ করেছে জামায়াত। জনগণ মূল্যায়ন করলে আগামী দিনে জামায়াতকেই ক্ষমতায় পাঠাবে। কিন্তু ঐকমত্যের নামে এতদিন সময় নষ্ট করে এখন বলা হচ্ছে, সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষমতা নেই—এটি তামাশা।”
তিনি দাবি করেন, অবিলম্বে অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদের প্রতিটি ধারাকে আইনে রূপান্তরিত করে তার ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নতুবা জনগণ রাজপথে নামলে পরিস্থিতি ভয়াবহ হবে।
সেলিম উদ্দিন বলেন, “আমরা নির্বাচনবিরোধী নই। এখনই নির্বাচন দিন, শুধু গ্যারান্টি দিন কোনো কারচুপি হবে না, লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে—আগামীকালই আমরা নির্বাচনে প্রস্তুত। কিন্তু হাসিনা মার্কা নির্বাচন করে দেশকে বিদেশি প্রভাবাধীন করার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।”
No comments:
Post a Comment