আমাদের কিছু বন্ধু আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন : মাসুদ সাইদী - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Friday, August 8, 2025

আমাদের কিছু বন্ধু আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন : মাসুদ সাইদী

আমাদের কিছু বন্ধু আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন : মাসুদ সাইদী
 

📰 পিরোজপুরে মাসুদ সাঈদীর বক্তব্য: "ভাষা-আচরণ না বদলালে আন্দোলনের মূল্য কী?"

প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, “যে ভাষায় ও আচরণে একসময় আওয়ামী লীগ রাজনীতি করত, আজ আমাদের কিছু বন্ধু সেই একই পথে হাঁটছেন। ভাষা, আচরণ ও জুলুমের ধরণ না বদলালে এত আন্দোলন, এত মানুষের জীবনদানের প্রয়োজনই বা কী ছিল?”

শুক্রবার সকাল ১১টার দিকে নাজিরপুর উপজেলার শেখমাঠিয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে গণসংযোগ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাসুদ সাঈদী অভিযোগ করে বলেন, ১৫ বছর আওয়ামী লীগ 'রাজাকার' ইস্যুতে রাজনীতি করেছে, আর এখন আমাদের কিছু বন্ধু সেই একই রাজনীতিতে জড়িয়ে পড়েছে। দীর্ঘ ২১ বছর একসাথে আন্দোলন করার পর হঠাৎ করে জামায়াতকে রাজাকার বলা হচ্ছে—এটিকে তিনি ভারতের প্ররোচিত বিভাজনের রাজনীতি বলে অভিহিত করেন।

তিনি আরও বলেন, “যেভাবে মসজিদের ইমাম নির্বাচন করতে সতর্কভাবে যাচাই-বাছাই করা হয়, ঠিক তেমনি সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। নইলে অতীতের মতো জালিমরা আবারও চেপে বসবে।”

নিজ পিতা সম্পর্কে তিনি বলেন, “আল্লামা সাঈদী পিরোজপুরের উন্নয়নের জন্য রোডম্যাপ তৈরি করেছিলেন, কিন্তু জালিমরা সহ্য করতে পারেনি। মিথ্যা অপবাদে ১৩ বছর কারাগারে রেখে তাকে হত্যা করা হয়েছে। আমি নির্বাচিত হলে তার অসমাপ্ত কাজ শেষ করব।”

সভায় উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আব্বুর রবের সভাপতিত্বে ও সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আমির আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রশিবির সেক্রেটারি সাকিবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×