হাসিনা-ইনুর কথোপকথন ফাঁস, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য |
সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। ধারণা করা হচ্ছে, রেকর্ডটি গতবছরের জুলাই আন্দোলনের সময়কার।
রবিবার (১৭ আগস্ট) সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ৫ মিনিট ৩৪ সেকেন্ডের ওই অডিও প্রকাশ করলে মুহূর্তেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
অডিওতে শোনা যায়— ইনু শেখ হাসিনাকে বলেন, “আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হইছে, মাননীয় প্রধানমন্ত্রী। আপনি দয়া করে সবাইকে অ্যারেস্ট করতে বলুন, তাহলেই আর মিছিল করার লোক থাকবে না।” এ সময় শেখ হাসিনা জবাব দেন— “আমরা রণক্ষেত্রের সাথী।”
পরে ইন্টারনেট চালুর অনুরোধ জানিয়ে ইনু বলেন, “ইন্টারনেট থাকলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাড করা সম্ভব হবে।” উত্তরে শেখ হাসিনা বলেন, “ইন্টারনেট আমি আর চালু করতে পারব না, অন্য সরকার এলে তারা করবে।”
আলোচনায় জামায়াত-শিবির প্রসঙ্গও আসে। ইনু বলেন, “ওরা আবার এক্সপোজড হইছে, সুযোগে ওদের মেরুদণ্ড ভেঙে দেন। তালিকা করে ধরে ফেলেন।” এ প্রস্তাবে সম্মতি দেন শেখ হাসিনা।
এর আগে চলতি বছরের ২৫ জুলাই শেখ হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের একটি ফোনালাপ ফাঁস হয়। সেই আলাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর পুলিশ-ছাত্রলীগের হামলার পর পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা।
রাজনৈতিক মহলে ধারাবাহিক এসব ফোনালাপ ফাঁস হয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
No comments:
Post a Comment