আ.লীগের পতন তাদের কাছে সাইকোলজিক্যাল ট্রমার মতো, কাদের কথা বললেন তুষার |
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে অনেকেই দলটিকে সামান্য সমালোচনা করলেও তাদের পতন কোনোভাবেই মেনে নিতে পারছেন না। বিশেষ করে সিভিল সোসাইটি, গণমাধ্যম, সাংস্কৃতিক অঙ্গন, সিপিবি-বাসদ ঘরানার বামপন্থী ও রাজনৈতিক মহলে এমন মানুষের সংখ্যা নেহায়েত কম নয়।
বুধবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এই গোষ্ঠীর লোকজন বিভিন্ন সভা-সেমিনার ও টকশোতে সরব ছিলেন। আওয়ামী লীগের পতন তাদের কাছে গভীর মানসিক আঘাতের মতো। তারা ক্ষমতায় রেখে কেবল নরম সমালোচনার কৌশল চালিয়ে গেছেন। এখন যেকোনো উপায়ে আওয়ামী লীগকে ফেরানোই তাদের লক্ষ্য।”
সারোয়ার তুষার আরও বলেন, “এমনকি শেখ হাসিনাকে বাদ দিয়েও তাজ পরিবারের নেতৃত্বে হলেও তারা আওয়ামী লীগকেই চাইছে। কিন্তু আওয়ামী লীগ মানেই ভারতের প্রত্যাবর্তন এবং দেশের জন্য বড় নিরাপত্তা হুমকি। এই সন্ত্রাসী গোষ্ঠীর এ দেশের মাটিতে কোনো ঠাঁই হবে না।”
No comments:
Post a Comment