ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের প্রধান শত্রু তরুণরা |
তরুণরাই জুলাই বিপ্লবের নায়ক: ড. মাহমুদুর রহমান
ঢাকা: "ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের প্রধান শত্রু হচ্ছে বাংলাদেশের তরুণ প্রজন্ম" — মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। তার ভাষায়, গত ১৬ বছর ধরে তরুণদের ব্রেনওয়াশ ও চিন্তাভাবনা বিকৃত করার চেষ্টা করা হলেও তারা শেষ পর্যন্ত বাংলাদেশে এক ঐতিহাসিক বিপ্লব ঘটিয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) রাজধানীর কাকরাইলে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে যুব উন্নয়ন ফোরাম ঢাকা।
"হতাশ হওয়ার কিছু নেই"
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, জুলাইযোদ্ধাদের নানা অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টা হবে। তরুণদের কিছু ভুলত্রুটি থাকলেও তাদের দেশপ্রেম ও সাহস দেখে তিনি আশাবাদী। তিনি বলেন, "বাংলাদেশকে আর কোনো অভ্যন্তরীণ বা বহিঃশক্তি পদানত করতে পারবে না, ইনশাআল্লাহ।"
তিনি আরও উল্লেখ করেন, জুলাই বিপ্লব তরুণদেরই সৃষ্টি। আনাস নামের এক কিশোর নিজের জীবনের বিনিময়ে দেশকে ভারতীয় আগ্রাসন ও ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করার সংকল্প নিয়ে বিদায় নিয়েছে। “যে জাতি আনাসদের জন্ম দিয়েছে, তাদের ভয় করার কিছু নেই।”
জুলাই বিপ্লব বিশ্বে আলোচনার শীর্ষে
মাহমুদুর রহমান বলেন, শান্তিপূর্ণ উপায়ে রাষ্ট্রীয় সন্ত্রাস ও বিদেশি প্রভাবের বিরুদ্ধে লড়াই করে তরুণরা বিজয় ছিনিয়ে এনেছে। এজন্য আন্তর্জাতিক গণমাধ্যম টাইম ম্যাগাজিন বাংলাদেশকে “কান্ট্রি অব দ্য ইয়ার” ঘোষণা করেছে।
আরও বক্তাদের মতামত
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির বলেন, হাসিনা-মুক্ত হলেও ফ্যাসিস্ট কাঠামো এখনো টিকে আছে। বিপ্লব সফল করতে সেনাবাহিনীর সংস্কারের পর নির্বাচন জরুরি। ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. দেলোয়ার হোসেন বলেন, তরুণদের নিরাপত্তা নিশ্চিত ও জুলাই সনদে আইনি স্বীকৃতি দিতে হবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম রাজনৈতিক নেতাদের অসুস্থ প্রতিযোগিতা ও কালো টাকার রাজনীতি বন্ধ না হলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মত দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট হেলালুদ্দিন, সহকারী সেক্রেটারি জেনারেল কামাল হোসাইন, জাতীয় ফুটবল দলের খেলোয়াড় কায়সার হামিদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
No comments:
Post a Comment