প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ দেবে নির্বাচন কমিশন - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Thursday, August 7, 2025

প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ দেবে নির্বাচন কমিশন

পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা: ইসি
 

প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ দেবে নির্বাচন কমিশন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই ব্যবস্থায় ব্যালটে শুধু প্রার্থীদের প্রতীক থাকবে, নাম থাকবে না।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সকাল ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এ সভা।

ব্যালটে থাকবে কেবল প্রতীক

ইসি কমিশনার বলেন, “প্রবাসীদের সময় ও প্রক্রিয়া সহজ করতে পোস্টাল ব্যালটে শুধু প্রতীক থাকবে। প্রার্থীর নাম অনলাইনে পাওয়া যাবে। এই ব্যবস্থা কেবল প্রবাসী, কারাবন্দি ও নির্বাচনী কাজে নিয়োজিতদের জন্য প্রযোজ্য হবে। তবে সবাইকে আগে থেকেই নিবন্ধন করতে হবে।”

সেপ্টেম্বর থেকে শুরু ভোটার শিক্ষণ কার্যক্রম

তিনি জানান, আগামী সেপ্টেম্বর থেকে এই ব্যবস্থার প্রচার ও ভোটার শিক্ষণ শুরু হবে। এ ছাড়া, শেষ মুহূর্তে কোনো প্রার্থী পরিবর্তন হলে সেখানে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ বন্ধ থাকবে।

ব্যয় প্রসঙ্গে ইসির ব্যাখ্যা

এ সংক্রান্ত ব্যয়ের হিসাব তুলে ধরে কমিশনার বলেন, একটি পোস্টাল ব্যালট আনানেয়া ও ছাপাতে খরচ পড়বে প্রায় ৫০০ টাকা। এছাড়া নিবন্ধন কার্যক্রমে ৪৮ টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হবে। প্রত্যেক লাখ ভোটারের জন্য ব্যয় ধরা হয়েছে ৬–৭ লাখ টাকা।

নতুন ভোটার তালিকা আসছে

কমিশনার আরও জানান, ভোটার তালিকা আইনে সামান্য সংশোধন আনা হয়েছে। এতে করে ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ পূর্ণ হবে, তাদেরকেও তালিকাভুক্ত করা যাবে। এতে করে নতুন করে ১৮ থেকে ২০ লাখ তরুণ ভোটার যুক্ত হতে পারে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×