| ‘আমার বউ টাকা টাকা করত, তাই বিদায় নিলাম’ |
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম লোকমান সরদার (৩২)। তিনি পেশায় একজন দরজি দোকানি ছিলেন। মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
চিরকুটে লেখা রয়েছে— ‘আমার বউ টাকা টাকা করত। আর আমার কথা শুনত না। আমাকে মিথ্যা ভালোবাসত। তা আমি জানতাম। আমি বুঝে গেছি, আমার টাকা না থাকলে শেষে আমাকে ছেড়ে যাবে। তাই আমি মরে গেলাম।’ তবে এটি তার লেখা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, শনিবার রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারসংলগ্ন ভাড়া বাসায় ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লোকমানকে পাওয়া যায়। তিনি ওই ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারের ছেলে।
লোকমানের স্বজনদের ধারণা, স্ত্রীর অবহেলা ও অর্থনৈতিক সংকটে হতাশ হয়ে আত্মহত্যা করেছেন তিনি।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, লোকমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Kolkata FF is one of the most exciting and popular lottery-style games in Kolkata, where players use logic, luck, and prediction to guess the right number. It’s not just about luck — many participants treat it like a mind game that sharpens their strategy and observation skills. The daily results keep the excitement alive, and people eagerly wait to see if their guess was right. Always remember to play responsibly and enjoy Kolkata FF as a fun game of numbers and thrill!
ReplyDeleteKolkata FF is one of the most popular online guessing games played daily by thousands across West Bengal. It’s not just about luck but also smart guessing and analysis of previous results. The game has multiple rounds every day, giving players several chances to win exciting prizes. People eagerly wait for the Kolkata FF results to check their fate. However, players should always remember to play responsibly and treat it as entertainment rather than a source of income. Stay alert and enjoy the game!
ReplyDelete