‘আমি নিরপরাধ মানুষ’, বললেন হাসিনার আজীবন সদস্য চাওয়া ইমি |
শামসুন্নাহার হলের সাবেক ভিপি ইমি ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা
ঢাকা: বাম গণতান্ত্রিক ছাত্র জোট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। সোমবার বিকালে মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে জোট আংশিক প্যানেল ঘোষণা করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আবারো ভাইরাল হয়েছে ইমির একটি পুরোনো বিতর্কিত বক্তব্য। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি নির্বাচিত হওয়ার পর এক টকশোতে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার পক্ষে মত প্রকাশ করেছিলেন।
সেই সময় ভিপি নুরুল হক নুর প্রস্তাবের বিরোধিতা করলেও ইমি বলেছিলেন, “শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ডাকসু নির্বাচন সুষ্ঠু আয়োজন সম্ভব হয়েছে তার আন্তরিকতার কারণে। কৃতজ্ঞতাবশত তাকে আজীবন সদস্য ঘোষণা করা উচিত।” পরে ২০১৯ সালের ৩০ মে ডাকসুর কার্যনির্বাহী সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য ঘোষণা করা হয়। তবে নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন।
পুরনো এই বক্তব্যের বিষয়ে মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে ইমি লেখেন, “২০১৯ সালে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার ব্যাপারে আমার বক্তব্যের কিছু খণ্ডিত অংশ প্রচারিত হচ্ছে। অনেকেই আমার বর্তমান অবস্থান জানতে চাচ্ছেন। আমার অবস্থান স্পষ্ট—আমি নিরপরাধ এবং ছাত্র খুনের নির্দেশদাতার সর্বোচ্চ বিচার চাই। ফুলস্টপ।”
No comments:
Post a Comment