আ.লীগের পথ ধরেই হাঁটছে বিএনপি: মুফতি ফয়জুল করীম - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Saturday, August 9, 2025

আ.লীগের পথ ধরেই হাঁটছে বিএনপি: মুফতি ফয়জুল করীম

আ.লীগের পথ ধরেই হাঁটছে বিএনপি: মুফতি ফয়জুল করীম

ইসলামী আন্দোলনের শায়েখে চরমোনাই: বিএনপি জিয়ার আদর্শ থেকে সরে গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথ অনুসরণ করছে

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, বিএনপি এখন প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে অনেক দূরে চলে গেছে। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নীতিই অনুসরণ করছে। “আওয়ামী লীগ যখন আলেম-ওলামাদের বিরুদ্ধে শ্লোগান দিতো, আজ বিএনপি সেই শ্লোগানগুলো দিচ্ছে,” উল্লেখ করেন তিনি। তিনি বলেন, “বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়ার মূল আদর্শ থেকে সরে এসে বিএনপি এখন ছালের ওপর নির্ভরশীল একটি দল।”

৫ আগস্টের ঘটনাকে স্মরণ করে তিনি বলেন, “এক ফ্যাসিবাদ দেশ থেকে বিতাড়িত হয়েছে, তবে আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। আগামী সংসদ নির্বাচনে আমাদের যুদ্ধ হবে ব্যালটের মাধ্যমে। এই যুদ্ধ হবে নব্য ফ্যাসিবাদ, চাঁদাবাজ, ধর্ষক ও জালিমদের বিরুদ্ধে।” তিনি আরও বলেন, “বর্তমানে দেশের জনগণ দুটি ভাগে বিভক্ত হয়েছে — একপক্ষ ইসলামপন্থী, আরেকপক্ষ সাধারণ। ইসলামী দলগুলোর ভোট এক হবে, যাতে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।”

শায়েখে চরমোনাই অপপ্রচারের বিরুদ্ধে মন্তব্য করে বলেন, “এক দল হাদিয়া ও চাঁদাকে একই জিনিস ভাবছে। তারা জানে না হাদিয়া এবং চাঁদাবাজির মধ্যে পার্থক্য। চাঁদা জোরপূর্বক আদায় করা হয়, আর হাদিয়া হলো খুশি হয়ে দেয়া। চাঁদা না দিলে মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়, কিন্তু হাদিয়া না দিলে কেউ কষ্টদায়ক কথা বলেনা।”

তিনি দৃঢ়ভাবে জানান, “পিআর পদ্ধতির বাইরে কোনো জাতীয় নির্বাচন দেশের জনগণ গ্রহণ করবে না। দেশের ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।” তিনি আশা প্রকাশ করেন, “সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা সহ নানা উন্নয়নের পরে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।”

শুক্রবার বিকেলে ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শায়েখে চরমোনাই।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ও ঝালকাঠি-১ (সদর-নলছিটি) আসনে দলীয় মনোনীত প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আলআমিন, জেলা ইসলামী আন্দোলন সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর-কাঠালিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. ফয়জুল হক, হেফাজতে ইসলামের আমীর মাওলানা আ. রহিম খানসহ আরও অনেকে।

ইসলামী যুব আন্দোলন সভাপতি মাওলানা মিজানুর রহমান সমাবেশের সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্য শেষে ডা. সিরাজুল ইসলাম সিরাজীর হাতে আনুষ্ঠানিকভাবে হাতপাখা তুলে দেওয়া হয় এবং তাকে প্রার্থী হিসেবে পরিচয় করানো হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×