রাজাপুরের ইউএনও রাহুল চন্দকে ওএসডি করে স্ট্যান্ড রিলিজ |
সাভার গণহত্যার আসামি ইউএনও রাহুল চন্দকে ওএসডি, গ্রেপ্তারের দাবিতে উত্তাল রাজাপুর
সাভারের গণহত্যা ও স্কুলছাত্র আলিফ আহমেদ সিয়াম হত্যার মামলার আসামি ইউএনও (নির্বাহী কর্মকর্তা) রাহুল চন্দকে অবশেষে স্ট্যান্ড রিলিজ করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করে।
এর আগে সকালে ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় বিএনপি, জামায়াত, ছাত্রদল ও ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা মানববন্ধন করে তার গ্রেপ্তার ও বিচার দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, রাহুল চন্দ সাভারে জুলাই বিপ্লব চলাকালে ছাত্র হত্যার মামলার ৫ নম্বর আসামি। অথচ তাকে গ্রেপ্তার না করে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বহাল রাখা হয়েছিল, যা জনগণের সঙ্গে তামাশা এবং বিপ্লবের চেতনার পরিপন্থী। তারা অবিলম্বে রাহুল চন্দকে গ্রেপ্তার ও চাকরি থেকে অপসারণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা মোহাম্মদ মুসা, সাবেক উপজেলা যুবদল সভাপতি জাকারিয়া সুমন, জামায়াত নেতা আব্দুল আলিম, ইসলামি আন্দোলনের মাওলানা বাইজিদ ও ছাত্রশিবির সভাপতি সোলায়মান প্রমুখ।
এছাড়া জেলা বিএনপি ও জামায়াত নেতারা অভিযোগ করেন, প্রশাসনের ভেতর এখনও ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে। সাভারে স্কুলছাত্র আলিফ সিয়াম হত্যার ঘটনায় দায়ীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তারা।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সাভারে ঢাকামুখী লংমার্চে পুলিশ গুলি চালালে ডেইরি ফার্ম স্কুলের ছাত্র আলিফ সিয়াম নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা বুলবুল কবির তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১ নম্বর আসামি এবং ইউএনও রাহুল চন্দকে ৫ নম্বর আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
No comments:
Post a Comment