ইচ্ছা করলে আমি হাসিনার ক্যাবিনেটে মন্ত্রী হতে পারতাম: ভিপি নুর - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Friday, August 22, 2025

ইচ্ছা করলে আমি হাসিনার ক্যাবিনেটে মন্ত্রী হতে পারতাম: ভিপি নুর

 

ইচ্ছা করলে আমি হাসিনার ক্যাবিনেটে মন্ত্রী হতে পারতাম: ভিপি নুর

“সুবিধাবাদী রাজনীতি করলে শেখ হাসিনার মন্ত্রী হতাম, শত কোটি টাকার মালিক হতাম”— নুরুল হক নুর

গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “আমাদের সুযোগ ছিল, আমরা যদি সুবিধাবাদী রাজনীতি করতাম, তাহলে শেখ হাসিনার কেবিনেটে সবচেয়ে ভালো মন্ত্রী হতাম, শত কোটি টাকার মালিক হতাম। কিন্তু আমরা আপস করিনি। মুখে যা বলেছি, অন্তরেও তা ধারণ করেছি। রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে, জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে। তাই জনগণের প্রতিনিধিদেরই নেতা বানাতে হবে।”

শুক্রবার (২৩ আগস্ট) গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ মোড়ে জেলা গণ-অধিকার পরিষদের আয়োজিত পথ-সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে পুরানো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে দিয়ে নির্বাচন নয়। নতুন বন্দোবস্ত নিয়ে আলোচনা চলছে— যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, উচ্চকক্ষ গঠিত হবে পিআর পদ্ধতিতে। ধাপে ধাপে আমাদের সেই নতুন বন্দোবস্তের দিকে এগিয়ে যেতে হবে।”

গোপালগঞ্জ প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, “বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সাংবাদিক নির্মল সেন, ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার, মতুয়া সম্প্রদায়ের হরি চাঁদ ঠাকুর, জাতীয় ক্রিকেট দলের রকিবুল হাসান, সংগীতশিল্পী ফিরোজা বেগম এবং চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতসহ বহু গুণীজন এই মধুমতীর তীর বিধৌত গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছেন। তাই গোপালগঞ্জের সব মানুষকে খারাপ ভাবা ঠিক নয়। ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এই গোপালগঞ্জ।”

পথ-সভায় সভাপতিত্ব করেন জেলা গণ-অধিকার পরিষদের সভাপতি আল আমিন সরদার এবং সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×