স্ত্রীকে নোরা ফাতেহির মতো বানাতে না খাইয়ে রেখে ব্যায়াম করান স্বামী |
নোরা ফাতেহির মতো না হওয়ায় স্ত্রী নির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
ভারতের উত্তর প্রদেশে স্ত্রীকে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো দেখতে না হওয়ায় শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি গাজিয়াবাদ জেলার, যা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম শিবম উজ্জ্বল।
ভুক্তভোগী শানু নামের এক নারী জানান, চলতি বছরের মার্চ মাসে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শিবম তাকে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করতে বাধ্য করতেন। কোনো দিন ব্যায়াম না করলে খাবারও দেওয়া হতো না।
অভিযোগে আরও বলা হয়, শিবম নিয়মিত অশ্লীল ভিডিও দেখতেন এবং স্ত্রীকে তা দেখতে বাধ্য করতেন। আপত্তি জানালে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন। শুধু তাই নয়, শ্বশুরবাড়ির লোকজনও যৌতুকের জন্য চাপ দিত।
শানুর দাবি, বিয়েতে তাঁর পরিবারকে ৭০ লাখ রুপিরও বেশি খরচ করতে হয়েছে। যৌতুক হিসেবে দেওয়া হয়েছিল ১০ লাখ রুপি, একটি দামি গাড়ি ও সোনার গয়না। এরপরও স্বামী ও তার পরিবার আরও যৌতুক দাবি করে নির্যাতন চালাতে থাকে।
শেষ পর্যন্ত নির্যাতন সহ্য করতে না পেরে গত ২৬ জুলাই শানু বাবার বাড়িতে ফিরে যান। পরে শ্বামীর বাড়িতে ফিরতে চাইলে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। বরং ভিডিও কলে তাঁকে ও তাঁর পরিবারকে গালাগাল করা হয়। বাধ্য হয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
গাজিয়াবাদ পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
No comments:
Post a Comment