 |
‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ পূর্ণাঙ্গ প্যানেল (ছবিসহ) |
ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে ইসলামী ছাত্রশিবির, ঘোষণা দিল ২৮ সদস্যের প্যানেল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ ২৮ সদস্যের প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার ঘোষিত এ প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম।
সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মহিউদ্দিন খান।
ঘোষিত প্যানেলে আরও রয়েছেন—
- জাকারিয়া (মানবাধিকার ও আইন সম্পাদক)
- মু. সাজ্জাদ হোসাইন খান (গবেষণা ও প্রকাশনা সম্পাদক)
- মাজহারুল ইসলাম (ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক)
- খান জসিম (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক)
- আসিফ আব্দুল্লাহ (পরিবহন সম্পাদক)
- ফাতিমা তাসনিম জুমা (মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক)
- উম্মে সালমা (রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক)
- এম এম আল মিনহাজ (স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক)
- আরমান হোসেন (ক্রীড়া সম্পাদক)
- নুরুল ইসলাম সাব্বির (সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক)
- শরিফুল ইসলাম মুয়াজ (সমাজসেবা সম্পাদক)
- ইকবাল হায়দার (বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক)
এছাড়া সর্বমিত্র চাকমা, ইমরান হোসেন, আনাস ইবনে মুনির, শাহিনুর রহমান, বেলাল হোসেন অপু, মিফতাহুল হোসেন আল মারুফ, রায়হান উদ্দিন, সাবিকুন্নাহার তামান্না, জয়েন উদ্দিন সরকার তন্ময়, রাইসুল ইসলাম এবং আফসানা আক্তার কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
 |
আবু সাদিক কায়েম- ভিপি |
 |
এস এম ফরহাদ- জিএস |
 |
মহিউদ্দিন খান- এজিএস |
 |
জাকারিয়া ( সাখওয়াত জাকারিয়া)- মানবাধিকার ও আইন সম্পাদক |
 |
মু.সাজ্জাদ হোসাইন খাঁন ( আমার মুরশিদ)- গবেষণা ও প্রকাশনা সম্পাদক |
 |
মাজহারুল ইসলাম- ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক- |
 |
খান জসিম ( জুলাইয়ে চোখ হারানো ঢাবির একমাত্র যুদ্ধা)- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক |
 |
আসিফ আব্দুল্লাহ- পরিবহন সম্পাদক |
 |
ফাতিমা তাসনিম জুমা- মুক্তিযোদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক |
 |
উম্মে সালমা কমনরুম- রিডিংরুম ও ক্যাফটেরিয়া সম্পাদক |
 |
এম এম আল মিনহাজ- স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক |
 |
আরমান হোসেন- ক্রীড়া সম্পাদক |
 |
নুরুল ইসলাম সাব্বির- সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক |
 |
শরিফুল ইসলাম মুয়াজ- সমাজসেবা সম্পাদক |
 |
ইকবাল হায়দার- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক |
 |
সর্বমিত্র চাকমা- কার্যকরী সদস্য |
 |
ইমরান হোসেন- কার্যকরী সদস্য |
 |
আনাস ইবনে মুনির- কার্যকরী সদস্য |
 |
শাহিনুর রহমান- কার্যকরী সদস্য |
 |
বেলাল হোসেন অপু- কার্যকরী সদস্য |
 |
মিফতাহুল হোসেন আল মারুফ- কার্যকরী সদস্য |
 |
রায়হান উদ্দিন- কার্যকরী সদস্য |
 |
সাবিকুন্নাহার তামান্না ( সভানেত্রী, ঢাবি ছাত্রীসংস্থা)- কার্যকরী সদস্য |
 |
জয়েন উদ্দিন সরকার তন্ময়- কার্যকরী সদস্য |
 |
রাইসুল ইসলাম ( দু'চোখ অন্ধ)- কার্যকরী সদস্য |
 |
আফসানা আক্তার ( সেক্রেটারি- ঢাবি ছাত্রীসংস্থা)- কার্যকরী সদস্য |
No comments:
Post a Comment